ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তারেক রহমানের উপহার বিতরণ

  • আপডেট: Monday, September 29, 2025 - 7:43 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি। এসময় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক সহাবস্থান ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জোনায়েদ ইসলাম জুনু, সভাপতি বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদল, জিকু কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, রাজস্থলী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।