শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি ।
বাঘাইছড়িতে শান্তি-সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জোন সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শাহিন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বাঘাইছড়ি আনসার সিও রফিকুল ইসলাম এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির। এছাড়া আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আঞ্চলিক দলের নেতা, হেডম্যান-কার্বারি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। মতবিনিময় সভায় জোন কমান্ডার বলেন, পাহাড়ি-বাঙালি মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে শান্তি বজায় থাকবে। তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, কেউ যদি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তবে তাকে কঠোর হাতে দমন করা হবে।