খাগড়াছড়িতে বৌদ্ধ মন্দিরে হামলার পরিকল্পনায় ৩ যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন পাহাড়ি যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মন্দির-সংলগ্ন পেছনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দক্ষিণ মাথা রুখই চৌধুরীপাড়া দিক দিয়ে দেয়াল টপকে মন্দিরে প্রবেশের চেষ্টা করলে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, দা, লাঠি, খুর, লোহার পাইপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা নিজেরাই মন্দির ভাঙচুরের পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সেনাবাহিনী ও বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে উসকানি ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।