কক্সবাজারে আইন কমিশন কর্তৃক শিশু সুরক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার ॥
কক্সবাজারে শিশু সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ এক সেমিনারের আয়োজন করেছে আইন কমিশন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারের বিষয় ছিল— “শিশু আইন, ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসংগতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক নাইমা হক।
সেমিনারে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, বান্দরবান ও খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন জেলার বিজ্ঞ বিচারকরা অংশ নেন। এছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও সংশ্লিষ্ট থানার ওসিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা শিশু সুরক্ষায় বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগের পাশাপাশি আইনের অসংগতি ও বিভ্রান্তি দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় বিচারক, আইনজীবী, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।