ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

পৃথক দুটি ঘটনায় চকরিয়ায় দুইজন খুন

  • আপডেট: Saturday, September 27, 2025 - 12:16 pm

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব বিরোধ ও শত্রুতার জেরে পৃথক দুটি ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এক ঘটনায় অপহরণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় মহাসড়কের ধারে, অপর ঘটনায় জমির বিরোধকে কেন্দ্র করে আপন ভাতিজার ছুরিকাঘাতে খুন হন চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে সিএনজি অটোরিকশা চালক হারুণুর রশীদ (৪৫) তার বড় ভাই শেখ আহমদের সঙ্গে জমি নিয়ে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। এসময় শেখ আহমদের ছেলে খোকা উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হারুণুর রশীদের। তিনি ফুলতলা গ্রামের ছাবের আহমদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শেখ আহমদ ও তার ছেলে খোকা পলাতক রয়েছে।

অপরদিকে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে টমটম গ্যারেজ মালিক গিয়াস উদ্দিন (৪৫) কে অপহরণ করে প্রতিপক্ষ। পরে তাকে পিটিয়ে হত্যা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতুর কাছে সড়কের ধারে লাশ ফেলে যায় তারা। শনিবার ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চকরিয়া থানা পুলিশ বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত গিয়াস উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের দিঘির পাড় এলাকার গোলাম কাদেরের ছেলে।

নিহতের পরিবার জানায়, স্থানীয় তৌহিদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, গরু চুরি ও নানা অপরাধ চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করায় গিয়াস উদ্দিনকে পূর্বে একাধিকবার হামলার শিকার হতে হয়। এরই জের ধরে শুক্রবার রাতে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার কারণে পৃথক এই দুই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত গিয়াস উদ্দিনকে ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয় এবং হারুণুর রশীদকে ভাতিজা ছুরিকাঘাতে খুন করে। তিনি বলেন, পুলিশ দুইটি লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।