শনিবার বিকেলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ ,তাড়াশ ও সলঙ্গা) জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুস সামাদ।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে ইসলামী আদর্শের গুরুত্ব অপরিসীম। জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।
সমাবেশে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রুহুল আমিন জিহাদী। মোহাম্মদ আলী সঞ্চালনা করেন।
এসময় এলাকার নারী সমর্থকরা বিপুল সংখ্যক উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তোলেন।
এসময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নারীর অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।