কাপ্তাইয়ে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি । বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে কাপ্তাই চিৎমরম এলাকায় এ গণসংযোগ কার্যক্রম শুরু হয়। পরে কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদের সভাপতিত্বে জেটিঘাট এলাকায় গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ। তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন সমাজ উপহার দেওয়া হবে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা মজলিসে শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শফিকুল আলম, মোহাম্মদ হানিফ, আমির হোসেন, মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার মো. আহমাদুল হক, মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে নতুন বাজার এলাকায় মতবিনিময়, দুপুর ১২টায় স্থানীয় মন্দির পরিদর্শন ও আলোচনা, বিএফআইডিসি শ্রমিক সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।