ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট: Friday, September 26, 2025 - 3:50 pm

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চন্দনাইশের গুরুত্বপূর্ণ এলাকা গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাছবাড়িয়া নিগৌ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৯টি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে অন্য কেউ প্রার্থী না থাকায় ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোজাম্মেল হক তালুকদার (আনারস প্রতীক) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি স্থানীয় এলডিপি সমর্থক নেতা হিসেবে পরিচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আকতার কামাল সুজন (চেয়ার প্রতীক) এবং তৃতীয় স্থানে ছিলেন আওয়ামী লীগ সমর্থক আবদুচ চবুর (দোয়াত-কলম প্রতীক)।

সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হাসান (বাল্ব প্রতীক) নির্বাচিত হন। তিনি জামায়াতে ইসলামী সমর্থক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আবদুর রহমান (সাইকেল প্রতীক), যিনি বিএনপি ঘরানার বলে পরিচিত। সহ-সভাপতি পদে মো. সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি প্রতীক) বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ইদ্রিস (বই প্রতীক)।

সাংগঠনিক সম্পাদক পদে মো. মোরশেদুল আলম (মাছ প্রতীক) নির্বাচিত হয়েছেন। তিনি অল্প ভোটের ব্যবধানে কে. এম. তসলিম হোসেনকে (হাঁস প্রতীক) পরাজিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মঈনুদ্দিন

সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মোসলেম মিয়া

অর্থ সম্পাদক: মেহেরাজুল ইসলাম মেহেরাজ

প্রচার ও দপ্তর সম্পাদক: মো. আবু তালেব হিরু

সহ-প্রচার ও দপ্তর সম্পাদক: রাজীব দে।

নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ মতিন। নির্বাচন কমিশনার ছিলেন সরওয়ার আহসান, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ কামরুদ্দিন ও কাজী কুতুব উদ্দিন।

উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রার্থীদের সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই মন্তব্য করেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা ব্যাপক উৎসাহ নিয়ে কেন্দ্রে এসেছেন।

বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশনার সরওয়ার আহসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরে বিজয়ীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ গেইট ও খাঁরহাট এলাকায় বিজয় মিছিল ও উল্লাস প্রকাশ করেন।