ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

জুলাই সনদ ও পিআর পদ্ধতির দাবিতে লামায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট: Friday, September 26, 2025 - 1:07 pm

নিজস্ব প্রতিবেদক।। জুলাই সনদ ঘোষণা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার আসরের নামাজের পর লামা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সোয়াইব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে জুলাই সনদের ঘোষণা বিলম্বিত করছে। তারা দাবি করেন, একটি বিশেষ মহল ভারতের ইঙ্গিতে এ সনদকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা নির্ধারিত হবে। এ সনদ অবিলম্বে ঘোষণা করতে হবে।

তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হলে দেশে আর কোনো দল ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারবে না। বক্তারা সরকারকে একদলীয় শাসন ও বারবার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার অভিযোগ এনে বলেন, আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুট করেছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার জীবন বিসর্জনের মাধ্যমে যে প্রত্যাশায় স্বৈরাচারবিরোধী গণআন্দোলন গড়ে উঠেছে, তার পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারও করতে হবে।