ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দনাইশে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Friday, September 26, 2025 - 1:51 am

নুরুল আলম, চন্দনাইশ।

চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যালয় পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় ১-০ গোলে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝনটু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নুরুল আবছার। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী মোট ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।