মহালছড়িতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর বিকেলে মহালছড়ি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ছেলে-মেয়েদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ মাসুদ সাগর।
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলা হলো সুস্বাস্থ্যের মূলমন্ত্র।”
খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।