কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ফের খোলা হলো জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। রাঙামাটির কাপ্তাই হ্রদে লাগাতার বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে হ্রদের পানি বাড়তে থাকায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে জলকপাট খোলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি উঁচু করে পানি ছাড়া শুরু করে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, এভাবে বর্তমানে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বাঁধের ইনফ্লো, বৃষ্টিপাত ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী গেটগুলো আরও বাড়ানো বা বন্ধ করা হতে পারে। বর্তমানে পাঁচটি ইউনিট সচল রেখে প্রায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। হ্রদের পানির উচ্চতা এখন ১০৮.৪৫ ফুট মিনস সি লেভেল।
এর আগে টানা বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে কয়েক দফায় জলকপাট খুলে পানি ছাড়তে হয়। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট খুলে ৬৩ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল। টানা ১০ দিন পানি ছাড়ার পর ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় জলকপাট বন্ধ করা হয়।
এছাড়া গত ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত এবং ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্তও একাধিক দফায় পানি ছাড়া হয়েছিল।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট।