ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

সিজিপিওয়াইয়ে কবরস্থানও মসজিদ রক্ষার দাবিতে বিক্ষোভ

  • আপডেট: Thursday, September 25, 2025 - 11:20 am

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরের হালিশহর সিজিপিওয়াই এলাকায় বাংলাদেশ রেলওয়ের একটি পুরনো কবরস্থান, মসজিদ শতবর্ষী মাজার সংরক্ষণকে ঘিরে রেলওয়ে কর্মকর্তাকর্মচারী এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেল কর্তৃপক্ষ বেসরকারি প্রতিষ্ঠান সাইফ লজিস্টিকস এলায়েন্সকে ২১.২৯ একর জমি লিজ দেওয়ার পর থেকেই কর্মচারীরা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। লিজকৃত জমির মধ্যে কবরস্থানের আয়তন প্রায় .৬২৫০ একর, মসজিদ .৩৪২৫ একর এবং প্রায় ৩২ বছরের পুরনো কবরস্থানে ৪৫০টির বেশি কবর রয়েছে। জমিতে আরও রয়েছে তিনটি বড় জলাশয়।

২০২২ সালের ১৪ জানুয়ারি সিসিবিএল জমি সাইফ লজিস্টিকসের কাছে হস্তান্তর করে। তবে ২০২৩ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটির অব ডক লাইসেন্স বাতিল হয়। এদিকে রেল কর্তৃপক্ষ কর্মচারীদের আশ্বস্ত করে আসছে যে কবরস্থান মসজিদ সংরক্ষিত থাকবে। গত ২১ আগস্ট ২০২৫ রেল সচিব মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করলেও এখনো কোনো লিখিত নির্দেশ না আসায় ক্ষোভ বাড়ছে।

বৃহস্পতিবার এক সমাবেশে বক্তারা কনটেইনার টার্মিনাল ইজারা বাতিল কবরস্থানমসজিদ রক্ষার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবির প্রতি সাড়া না দিলে সিজিপিওয়াইসহ অন্যান্য রেল অফিসে কর্মবিরতি কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে বন্দর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রধান ইয়ার্ড মাস্টার মো. আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মো. হোসেন সহীদ মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের মো. আজিম উদ্দিন মো. মুহিদ উল্লাহ এবং বাংলাদেশ রেলশ্রমিক দলের মো. ছাবের হোসেন মো. শামসুল আলম।

উল্লেখ্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল আয়ের কেন্দ্র সিজিপিওয়াইয়ে ট্রাফিক, টিএক্সআর, যান্ত্রিক, ইঞ্জিনিয়ারিং, নিরাপত্তা, হাসপাতাল, স্কুল ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন শাখায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। কবরস্থানের পাশেই অবস্থিত শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহর মাজার।