ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে শুরু হচ্ছে “জোন কমান্ডার’স স্কলারশিপ-২৫”

  • আপডেট: Thursday, September 25, 2025 - 10:47 am

ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিশু নিকেতন স্কুলে এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে “জোন কমান্ডার’স স্কলারশিপ-২৫”। আগামী ৮ নভেম্বর (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিটে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও দুটি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে – ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড। নিবন্ধন ফি হিসেবে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নিতে পারবে— ক-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং খ-বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সেনাবাহিনী বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট, শিক্ষা উপকরণ, মাসিক স্কলারশিপ ও উপহার প্রদান করবে।
বিদ্যালয়ের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে। তাই আমি সকল শিক্ষার্থীকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীরের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মশিউর রহমান, পিএসসি বলেন, কাপ্তাই উপজেলার প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারও ‘জোন কমান্ডার’স স্কলারশিপ-২৫’ জমজমাট হয়ে উঠবে।