ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

দীঘিনালায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

  • আপডেট: Thursday, September 25, 2025 - 10:24 am

মো. আল আমিন, দীঘিনালা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় আপ্যায়ন কুলিং কর্নারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশের টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে।

আটককৃত রাজ্জাক বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন।

তবে অভিযুক্তের পরিবারের দাবি, রাজ্জাক মানসিক প্রতিবন্ধী।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”