ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান

  • আপডেট: Wednesday, September 24, 2025 - 2:35 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

মহালছড়ি উপজেলায় অসুস্থ রোগীদের জন্য সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তারসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো বিএনপির অন্যতম দায়িত্ব। এ ধারাবাহিকতায় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে স্থানীয় অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা হলো।

তারা আরও বলেন, ভবিষ্যতেও বিএনপি জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশায় সহায়তার হাত বাড়িয়ে দেবে।