ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁওয়ে দুদকের তদারকি: উন্নয়ন প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে অভিযান

  • আপডেট: Wednesday, September 24, 2025 - 2:10 pm

ঈদগাঁও, (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২২–২০২৩ অর্থ বছরের তিনটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দুদকের টিম প্রথমে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট প্রদানের অভিযোগের বিষয়ে তদন্ত চালায়। পরে বিকেলে তারা ইসলামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথি পরীক্ষা করে এবং সরেজমিনে বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।

দুদক কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাশকাটায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের তত্ত্বাবধানে নির্মিত দুইটি ড্রেন ও একটি সড়ক ঘুরে দেখেন। প্রকল্পগুলোর মান ও আয়তন যাচাই করতে এলজিইডির কর্মকর্তারা উপস্থিত থেকে ফিতা দিয়ে কাজের মাপজোখ করেন এবং তা দুদক কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।

অভিযোগ প্রসঙ্গে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম বলেন, “আমি কোনোদিন ইউনিয়ন পরিষদের প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি করেছি—এমনটি কেউ বলতে পারবে না। বরং অনেক কাজ আমি নিজের অর্থায়নে করেছি।”

শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, “দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। আজকের এই অভিযানের উদ্দেশ্যও হলো প্রকল্পগুলোর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা এবং কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।