”প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে”, আজ বেলা ১১টায় উপজেলার সম্প্রসারিত ভবনের নীচ তলায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মো. রায়হান – উজ্জামান এর সভাপতিত্বে ১৫ জন তীব্র প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিয়া মো. মন্জুর এলাহি মো. আল আমিন এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে “প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার সুরক্ষার জন্য হুইলচেয়ার পাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ হুইলচেয়ার গুলো ভুক্তভোগী পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, ইউনিয়ন সমাজ সেবা সুপারভাইজার রাসেল আহমেদ সহ আরও অনেকে।
এ সময় তীব্র প্রতিবন্ধীদের অভিভাবকরা বলেন, সরকারের এ সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসার কে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আমরা আর্থিক অনটনের জন্য আমাদের প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার কিনতে পারিনি। আজ আমাদের জন্য দেওয়া এ উপহার অনেক অনেক কষ্ট লাগব করবে আমাদের প্রতিবন্ধীদের। আমরা স্যারদের জন্য দোয়া করি।