ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে দুর্গা পূজা উপলক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা

  • আপডেট: Wednesday, September 24, 2025 - 12:36 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।। রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, বাঘাইছড়ি প্রেস ক্লাব প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পূজা মণ্ডপে পুলিশ ও আনসার ভিডিপি মোতায়েন থাকবে। পাশাপাশি টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন ও প্রদান, ইভটিজিং, বাল্যবিবাহ, চোরাচালানসহ বিভিন্ন বিষয় প্রতিরোধের জন্য আলোচনা করা হয়।