ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে জব্দকৃত ১৬ হাজার ঘনফুট পাথরের উন্মুক্ত নিলাম

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 1:09 pm

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জব্দকৃত ১৬ হাজার ৩০০ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিলাম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান কাউছারের উপস্থিতিতে নিলাম ডাক শুরু হয়। অংশগ্রহণকারীদের কাছ থেকে নগদ এক হাজার টাকা জমা নেওয়ার পর নিলাম কার্যক্রম শুরু হয়। এতে ঠিকাদার মাওসেতুং তঞ্চঙ্গ্যা সর্বোচ্চ দর ১০ লাখ ৫ হাজার টাকা হেঁকে পাথরগুলো ক্রয়ের সুযোগ পান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে রোয়াংছড়ি উপজেলার ১নং ইউনিয়নের চক্ষুলাল পাড়া এলাকায় কয়েক ব্যক্তি অবৈধভাবে পাথর উত্তোলন করে সেখানে মজুদ রাখে। পরে একই বছরের ২২ মার্চ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করে। আদালতের নির্দেশে দীর্ঘদিন পর অবশেষে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হলো।

উপজেলা প্রশাসন জানায়, বিক্রয়লব্ধ অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সাকের আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, পরিবেশ অধিদপ্তরের উপসহকারী পরিচালক নিকু জোতি চাকমা এবং উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তিদার।