চুনতিতে ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) মাহফিলের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
২২ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাতে ফজর নামাজের আগে আখেরি মোনাজাত পরিচালনা করেন মতোওয়াল্লী কমিটি। আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির ভিড়ে মাহফিল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু ময়দান নয়, আশপাশের বাড়িঘরের উঠান ও সড়কজুড়ে অবস্থান নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পুরো এলাকা পরিণত হয় লোকারণ্যে।
আয়োজক কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, বিকেল থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। রাত গভীর হওয়ার সাথে সাথে মুসল্লিদের ঢল বাড়তে থাকে। ফলে মাহফিলের মূল এলাকা ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলোতেও মুসল্লিদের অবস্থান দেখা যায়।
মতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেশব্যাপী উপ-কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দীনার নাজাত বলেন, খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরাত মাহফিলের সমাপ্তি ঘটে।
সমাপনী দিবসের সভাপতি ও মতোওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ জানান, “বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত আখেরি মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণ সত্যিই অনন্য দৃষ্টান্ত। তিনি মাহফিল সফল করতে সহযোগিতা করা মুসল্লি, সামাজিক সংগঠন, দানবীর এবং স্থানীয়দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতি বছর চুনতিতে এ মাহফিল শুরু হয় ১১ রবিউল আউয়াল থেকে এবং ২৯ রবিউল আউয়ালের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। এবারের মাহফিল শুরু হয়েছিল গত ৪ সেপ্টেম্বর। ১৯ দিন ধরে কয়েকশ দেশবরেণ্য আলেম দ্বীনের আলোকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।