সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কক্সবাজারসহ তিন জেলার গণমাধ্যমকর্মীদের আর্থিক সহায়তা প্রদান
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ।। গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ২২ সেপ্টেম্বর সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের প্রতিবছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনারও কাজ চলছে। এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার ২৪ জন গণমাধ্যমকর্মীর মধ্যে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার কল্যাণ সহায়তার চেক বিতরণ করা হয়। একই দিন বিকেলে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সাথে কক্সবাজার প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করে কক্সবাজার প্রেসক্লাব।











