ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৩

  • আপডেট: Monday, September 22, 2025 - 12:36 pm

নুরুল আলম, চন্দনাইশ।। চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিস্ফোরণে আহত গুদামের মালিক মাহাবুব আলম। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইদ্রিস (৩০) ও ইউসুফ।

নিহতদের মধ্যে বৈলতলী ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলম ও মোহাম্মদ ইদ্রিস, আরেকজন ইউসুফ কক্সবাজার জেলার হলেও তিনি দীর্ঘদিন ধরে চন্দনাইশে বসবাস করে আসছিলেন।

গত বুধবার ভোরে বৈলতলীর চর এলাকায় অবস্থিত একটি গ্যাস সিলিন্ডার রিফিল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মালিকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। গুদামটিতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরার (রিফিল) কাজ চলছিল।