ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

  • আপডেট: Monday, September 22, 2025 - 10:36 am

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। এতে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রিয়াদ হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মোখলেসুর রহমান, মহালছড়ি জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাফর আলী খান, থানার কর্মকর্তা এসআই মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি শ্রী দক্ষিণা কালী মন্দির শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি টিটু বণিকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান শারদীয় দুর্গাপূজায় মণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এই সময় অতিথিরা বলেন, “শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।” পূজা উদ্‌যাপন কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বোপরি এলাকার সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।