ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

উত্তর বঙ্গোপসাগরে দু’টি লঘুচাপের আভাস

  • আপডেট: Monday, September 22, 2025 - 4:42 am

জাগো জনতা ডেস্ক: আগামী দুই দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় দু’টি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২১ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবারের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে, যা ঘনীভূত হতে পারে।

এ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে—

সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, আর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিনে তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু’এক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু’এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আভাসও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপগুলোর কারণে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থার সৃষ্টি হতে পারে।