ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট: Sunday, September 21, 2025 - 12:08 pm

ঝুলন দত্ত, কাপ্তাই।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু। তিনি বলেন, “সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্দিরে পুলিশ নিয়োজিত থাকবে। ইতিমধ্যে থানার অফিসার ও ফোর্স মন্দিরগুলো পরিদর্শন করেছেন। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক দলও নিয়োজিত রাখতে হবে। একটি উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ ২০২৫-এর আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্তসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি।