গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় “বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ ” এসো বন্ধু স্মৃতির টানে মিলিত হই বন্ধুত্বের বন্ধনে এই স্লোগান কে সামনে রেখে দীর্ঘ ৩১ বছর পর বন্ধুত্বের এক চিরস্মরণীয় বন্ধনে মিলিত হলো গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ১৯৯৪ এর শিক্ষার্থীরা ।
শনিবার (২০ সেপ্টেম্বর ) আশুলিয়ার জামগড়া থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে এক প্রাণবন্ত ও আনন্দঘন পুনর্মিলনী আয়োজন করে ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান স্যার, সাবেক সহকারী শিক্ষক বিজ্ঞান মো. মোজাম্মেল হক স্যার, প্রাক্তন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান মো. মতিউর রহমান স্যার, সহকারী শিক্ষক গণিত মো. ফরহাদ হোসেন স্যার, গাজীরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ মোজাফফর হোসেন, গাজিরচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোঃ দীন মোহাম্মদ স্যার, ময়মনসিংহের সিটি করপোরেশন এর রাজস্ব কর্মকর্তা নুর মোহাম্মদ ইকবাল
সকাল ১১টায় পার্কে প্রবেশ করার পর দিনব্যাপি অনুষ্ঠানমালায় প্রথমে সবার সাথে সবার পরিচয় পর্ব শেষে দুপুরে লান্সের পর শুরু হয় মুল অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত,গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দীর্ঘ ৩১ বছর পর সবাই একত্রিত হলে নিজেদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা স্মৃতিচারণে ফিরে যান মাধ্যমিক শিক্ষাজীবনের সেই দিনগুলোতে, যেখানে বন্ধুত্বের বীজ প্রথম রোপিত হয়েছিল।
প্রিয় শিক্ষকদের সম্মাননা প্রদান এবং তাদের মূল্যবান বক্তব্য অনুষ্ঠানের দ্বিতীয় অংশকে করে তোলে আবেগঘন ও অনুপ্রেরণামূলক। পরে ১৯৯৪ ব্যাচের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক কেস্ট।
আনন্দের রঙ আরও গাঢ় করতে আয়োজন করা হয় র্যাফেল ড্র, যেখানে কুপন বিক্রির মাধ্যমে অংশ নেন সবাই। পুরস্কারের পাশাপাশি এই র্যাফেল ড্র ছিল বন্ধুদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দের এক নতুন মাত্রা। পরে প্রিয় শিক্ষকদের হাত থেকে পুরুস্
দিনব্যাপী আড্ডা, হাসি, স্মৃতি আর হইহুল্লোড়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ অনন্য পুনর্মিলনীর। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং বন্ধুত্বের এই অটুট বন্ধন সময়ের পরিক্রমায় আরও দৃঢ় হবে।
অংশগ্রহণকারী প্রত্যেককের হাতে পুণর্মিলনীর স্মৃতি স্মারক তুলে দেন ১৯৯৪ সালের গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হক, মো. মতিউর রহমান, মো. ফরহাদ হোসেন ও মোঃ মোজাফফর হোসেন খন্দকার সহ প্রমুখ।