কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে তিন শতাধিক মানুষের অংশগ্রহণ

ঈদগাঁও প্রতিনিধি, (কক্সবাজার)।। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’। শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত চলা এ অভিযানে তিন শতাধিক মানুষ অংশ নেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী, উন্নয়নকর্মী এবং পর্যটকরা গ্লাভস ও বর্জ্যব্যাগ হাতে সৈকতের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণে অংশ নেন।
আয়োজনের মধ্যে ছিল সৈকত পরিষ্কার, সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এতে অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরুরি সহায়তা প্রকল্পের পরিচালক গোলাম মুকতাদির, কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর, ইউএনডিপির দিপক কে. সি., ইউনিসেফের সাজেদা বেগম, ইউএনএইচসিআরের আব্দুল মাজেদ, ব্র্যাকের সুব্রত কুমার চক্রবর্তী, আব্দুল্লাহ আল রায়হান, তনয় দেওয়ান, জাকির হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা।
অতিথিরা বলেন, এ উদ্যোগ কেবল সৈকত পরিষ্কারের জন্য নয়, বরং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে আয়োজনটি গুরুত্ব বহন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক গোলাম মুকতাদির আশা প্রকাশ করেন, মানুষ যেন ভবিষ্যতেও স্বপ্রণোদিত হয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে।