ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে খাবার হোটেলে ভোক্তা অধিকারের অভিযান

  • আপডেট: Saturday, September 20, 2025 - 10:34 am

ঝুলন দত্ত, কাপ্তাই।। রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি খাবার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাসী খাবার বিক্রির অপরাধে ‘নোয়াখালী ভাতঘর’-এর মালিক মো. জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে কাপ্তাই থানার পুলিশ সদস্যরাও সহায়তা প্রদান করেন।