ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৩:২৭ অপরাহ্ন

শিরোনাম

দক্ষিণ চট্টগ্রামের অভিশাপ নতুন ব্রিজের যানজট কমবে কবে?

  • আপডেট: Monday, September 15, 2025 - 6:15 am

চট্টগ্রাম প্রতিনিধি।।দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও পরিচিত এ সেতুতে প্রতিদিন হাজারো মানুষ অসহনীয় যানজটের শিকার হন। কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয় দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা থেকে শুরু করে বান্দরবান-কক্সবাজারগামী হাজারো পর্যটককে।

ভোর থেকেই নতুন ব্রিজ এলাকায় শুরু হয় গাড়ির চাপ। অফিসগামী কর্মজীবী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্ম শেষে বাড়ি ফেরা মানুষ, আর কক্সবাজার কিংবা বান্দরবনগামী পর্যটকদের ভিড়ে দিনভর ব্যস্ত থাকে এই রুট।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, যত্রতত্র গাড়ি পার্কিং, সড়কের জায়গা দখল করে দোকান বসানো এবং গোল চত্বর দখল করায় যানজট লেগেই থাকে। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা দুর্বল হওয়ায় সামান্য চাপেই সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জট।

কক্সবাজারে ঘুরতে যাওয়া আনোয়ার হোসেন বলেন, “কক্সবাজার যেতে হলে আমাদের নতুন ব্রিজ পার হতে হয়। কিন্তু এখানে অনেক সময় ধরে আটকে থাকতে হয়। এতে ভ্রমণের আনন্দটাই নষ্ট হয়ে যায়।”

দক্ষিণ হালিশহরের বাসিন্দা শামীমা আক্তার বলেন, “প্রতিদিন অফিসে যেতে দেরি হয়। যানজটের কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানসিক চাপও বাড়ছে।”

স্থানীয়দের দাবি, যানজট নিরসনের জন্য জরুরি ভিত্তিতে গোল চত্বর ভেঙে আধুনিক সড়ক নকশা তৈরি করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও দোকান উচ্ছেদ করতে হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না করলে এ ভোগান্তি থেকে মুক্তি মিলবে না।

নগরবাসীর প্রশ্ন— দক্ষিণ চট্টগ্রামের অভিশাপ এই যানজট থেকে মুক্তি মিলবে কবে?