ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ৩:২৩ অপরাহ্ন

শিরোনাম

রাকসু হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৫ জন নির্বাচিত

  • আপডেট: Monday, September 15, 2025 - 5:57 am

জাগো জনতা অনলাইন।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ৪৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৪২ জন এবং ছেলেদের ১ টি হলে ৩ জন রয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা যায়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছে বিজয়-২৪ হলে বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে একজন করে ৩ জন; রোকেয়া হলে বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক এবং সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৬ জন ও সদস্য পদে ৩ জনসহ ৯ জন; তাপসী রাবেয়া হলে কমনরুম সম্পাদক, সংস্কৃতি সম্পাদক ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৩ জন; বেগম খালেদা জিয়া হলে বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে একজন করে ৬ জন এবং সদস্য পদে ৪জন সহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া মন্নুজান হলে সংস্কৃতি সম্পাদক পদে ১ জন; বিজয়-২৪ হলে বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৩ জন; রহমতুন্নেসা হলে বিতর্ক সম্পাদক, সহকারী বিতর্ক সম্পাদক, কমনরুম সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক পদে একজন করে ৬ জন এবং সদস্য পদে ৩ জনসহ মোট ৯ জন; জুলাই-৩৬ হলে সহকারী বিতর্ক সম্পাদক, সহকারী কমনরুম সম্পাদক, সহকারী ক্রীড়া সম্পাদক, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ১ জন করে ৪জন এবং সদস্য পদে ৩ জনসহ মোট ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১ টি করে ৩ টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, এই পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান বলেন, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।