ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক

  • আপডেট: Friday, September 12, 2025 - 1:42 pm

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটির কাপ্তাই কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মন্দিরের পুরোহিত দেবাশীষ ভট্টাচার্য নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি মাস্টার জগদীশ দাশ, উপদেষ্টা সুধীর ধর, আশীষ বরন দাশ এবং ডা. এস. কে. দাশ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম লিমিটেডের সাবেক এমডি প্রকৌশলী স্বপন কুমার সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, নির্বাহী সদস্য ও ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মল্লিক এবং শ্যামল মল্লিক। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ অর্থ সম্পাদক আশুতোষ কুমার মল্লিক।

সবশেষে ভক্তদের মাঝে শ্রীহরি প্রসাদ বিতরণ করা হয়।