লংগদুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই; ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটির লংগদু উপজেলার মাইনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তার আশ্বাস দেন। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, মাইনী বাজার ও লংগদু পল্টনে ২টি সোলার প্যানেল, ২টি ব্যাটারি, ৪টি ফ্যান এবং এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ, মাইনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন সওদাগরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে কাজল তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত যাতে ভালো সহায়তা পায় সেজন্য পার্বত্য উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে সহায়তা প্রদান করা হবে। তিনি উপজেলায় রিজার্ভ পানির ট্যাংক নির্মাণসহ জরুরি অগ্নিনির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খাদ্যশস্য, মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান ও বাজারের জন্য সোলার প্যানেল প্রদান করেন।