ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৫ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট: Friday, September 12, 2025 - 8:51 am

রাঙামাটি প্রতিনিধি।।  রাঙামাটির কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. শাহীন (২৪) নামে এক যুবক। তিনি কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বরইছড়ি কলেজ এলাকার বাসিন্দা শহীদুল্লাহর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১১ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে নিজ ঘরে গলায় ফাঁস দেন শাহীন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, “নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শাহীনকে উদ্ধার করা হয় এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।”

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে।

এদিকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।