ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ৯:২৬ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে দিনব্যাপী কর্মসূচি

  • আপডেট: Saturday, September 6, 2025 - 10:00 am

খাগড়াছড়ি প্রতিনিধি।।  খাগড়াছড়ির পানছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিদ্যালয়ের হল রুমে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য রহমত ও বরকতময় দিন। নবীপ্রেমকে শাণিত করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ইহকালীন ও পরকালীন কল্যাণ অর্জন সম্ভব।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক ও বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।