ঢাকা | সেপ্টেম্বর ৬, ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

শিরোনাম

শহীদ জিয়ার আদর্শ জনগণের হৃদয়ে চির অম্লান– এস এম ফজলুল হক

  • আপডেট: Saturday, September 6, 2025 - 9:50 am

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হাটহাজারীর খাগড়াছড়ি সড়কের সরকারহাট বাজার চত্বরে উত্তর অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় শাসনের জন্য ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছেন। তিনি আরও বলেন, বিএনপির গৌরবময় সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্য দেশের মানুষের আস্থা অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীনতা এবং তারেক রহমানের গণতান্ত্রিক সংগ্রামের ফলে বিএনপি জনগণের কাছে প্রত্যাশিত দলে পরিণত হয়েছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন—এই দলে চাঁদাবাজ, দখলবাজ ও দুবৃত্তদের কোনো স্থান নেই।

মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, অধ্যাপক শহীদুল্লাহ বাবুল, মাওলানা মীর কাশেম, নুরুন্নবী তালুকদার, আলহাজ্ব জাকের হোসেনসহ আরও অনেকে।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

সমাবেশ শেষে খাগড়াছড়ি মহাসড়কের মহুরীহাট বাজার থেকে সরকারহাট বাজার পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।