শহীদ জিয়ার আদর্শ জনগণের হৃদয়ে চির অম্লান– এস এম ফজলুল হক

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হাটহাজারীর খাগড়াছড়ি সড়কের সরকারহাট বাজার চত্বরে উত্তর অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক। তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় শাসনের জন্য ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছেন। তিনি আরও বলেন, বিএনপির গৌরবময় সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্য দেশের মানুষের আস্থা অর্জন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীনতা এবং তারেক রহমানের গণতান্ত্রিক সংগ্রামের ফলে বিএনপি জনগণের কাছে প্রত্যাশিত দলে পরিণত হয়েছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন—এই দলে চাঁদাবাজ, দখলবাজ ও দুবৃত্তদের কোনো স্থান নেই।
মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম চৌধুরী, অধ্যাপক শহীদুল্লাহ বাবুল, মাওলানা মীর কাশেম, নুরুন্নবী তালুকদার, আলহাজ্ব জাকের হোসেনসহ আরও অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
সমাবেশ শেষে খাগড়াছড়ি মহাসড়কের মহুরীহাট বাজার থেকে সরকারহাট বাজার পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।