ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৫ - ৯:৩২ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে গণমাধ্যম কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

  • আপডেট: Friday, September 5, 2025 - 1:22 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।। ঈদগাঁও উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা ঈদগাহ মডেল হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা বিষয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে মমতাজ আবাসিক এলাকার টি.এন টাওয়ারে হাসপাতালের নবনির্মিত ভবনের অভ্যন্তরে।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী। তিনি উপস্থিত সাংবাদিকদের হাসপাতালের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের অর্থ পরিচালক মাওলানা আবু বকর ফরাজী। উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান আলী, কর্মরত সাংবাদিকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মতবিনিময়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, সেলিম উদ্দিন, আনোয়ার হোছাইন, মিজানুর রহমান আজাদ, এইচ.এন. আলম, মিছবাহ উদ্দিন ও ওসমান গনি ইলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ম্যানেজার মাওলানা আবু বক্কর এবং শেষে মোনাজাত পরিচালনা করেন অর্থ পরিচালক।

সাংবাদিকরা হাসপাতালের কার্যক্রম আরও উন্নত করার জন্য বেশ কিছু প্রস্তাবনা দেন। এর মধ্যে ছিল— উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য কার্ড প্রদান ও স্বল্প খরচে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের ব্যবস্থা, অভিভাবকহীন রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গতিবিধি সীমিতকরণ।

ডা. মোহাম্মদ ইউসুফ আলী জানান, নবনির্মিত ভবনে নবজাতক পরিচর্যা কেন্দ্র, শিশুদের দুগ্ধদান কর্নার, অক্সিজেন প্লান্ট, লিফট, জেনারেটর, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, উন্নত মানের আল্ট্রাসনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সেবাসহ আধুনিক সুবিধা যুক্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালে যাত্রা শুরু করা এই হাসপাতালে ইতোমধ্যে ১,২২৯ জন ডায়াবেটিক রোগী নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে ৮০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।

স্থানীয় দরিদ্র আলেম-ওলামাদের শেয়ারে পরিচালিত এই হাসপাতালের কল্যাণ তহবিল থেকে প্রসূতি রোগীদের জন্য গত কয়েক বছরে সাড়ে ১৩ লাখ টাকারও বেশি ছাড় দেওয়া হয়েছে বলে তিনি জানান। মতবিনিময় শেষে সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন বিভাগ, ইউনিট ও কক্ষ পরিদর্শন করেন।