ঢাকা | সেপ্টেম্বর ৫, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়িতে শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র ৬১তম জন্মদিবস উদযাপন

  • আপডেট: Friday, September 5, 2025 - 1:12 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরের সুযোগ্য অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সাধক প্রবর, অভিধার্মিক, বিচিত্র ধর্মকথিক, পরম পূজনীয় শ্রীমৎ শাসন রক্ষিত মহাথের’র ৬১তম শুভ জন্মদিবস যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটি ও শাসন রক্ষিত ক্লাশমেট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন, পিণ্ডদান, পূজা, প্রাণীদান, বেলুন ও ফেস্টুন উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন, সমবেত ত্রিরত্ন বন্দনা, মোমবাতি প্রজ্বলন, কেক কাটা, ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান, পঞ্চশীল গ্রহণ, ভাবনা অনুশীলনসহ নানা দানোৎসর্গ অনুষ্ঠিত হয়। পূজনীয় ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মদেশনার মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অরণ্য কুটির উন্নয়ন কমিটির সহ-সভাপতি অসেতু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বঙ্গমিত্র চাকমা, শান্তিপুর অরণ্য কুটিরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সাবেক সভাপতি সত্য নারায়ণ চাকমা, সাধারণ সম্পাদক সুব্রত চাকমা, বিভিন্ন কুটিরের ভান্তে, উন্নয়ন কমিটির সদস্য ও শাসন রক্ষিত ক্লাশমেট ফাউন্ডেশনের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়াও সহস্রাধিক দায়ক-দায়িকা ও ভক্তবৃন্দ এই মহতী আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।