পাকুয়াখালী গণকবর পরিষ্কার করলো পিসিসিপি

রাঙামাটি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ পাকুয়াখালী গণহত্যার রক্তাক্ত স্মৃতি বহন করে চলেছে লংগদু উপজেলা পরিষদের পাশে থাকা ৩৫ জন কাঠুরিয়ার গণকবর। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর শান্তিবাহিনীর হাতে নিহত হয়েছিলেন এই নিরীহ কাঠুরিয়ারা। সেই নৃশংস হত্যাকাণ্ড আজও মানবতার বিরুদ্ধে অপরাধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
আগামী ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবসকে সামনে রেখে গণকবরটি পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পিসিসিপি লংগদু উপজেলা শাখার উদ্যোগে গণকবরের ঝোপঝাড় পরিষ্কার করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজমের দিক নির্দেশনায় লংগদু উপজেলা শাখার নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, মাইনি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিসিসিপি’র এই মহতী উদ্যোগকে লংগদুর সাধারণ মানুষ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।