আশুলিয়ায় নারীসহ তিন মাদক কারবারি আটক

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর – চন্দ্রা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামন থেকে তাদের আটক করা হয়।
আটক যারা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোয়ালন্দ গ্রামের অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দামকুড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মোছা. বেবী (৩৩) ও একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো. মামুনুর রশিদ (৪৫)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এসআই মো. মাহমুদুল হাসান ও এএসআই মো. আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে তিন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।