ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট: Sunday, September 17, 2023 - 1:17 pm

ইউসুফ আলী খান।। গাজীপুরের কাশিপুরে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শামীম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে কাশিমপুর থানা পুলিশ।

অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০:৩০ সময়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসা নূরানী বিভাগের আবাসিক ছাত্র সিহাব উদ্দিনকে মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম হোসেন তার বাবা মাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। শিশু শিক্ষার্থী সিহাব শিক্ষকের গালিগালাজ এর প্রতিবাদ করায় শিক্ষক ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থী শিহাব উদ্দীন এর গলা চেপে ধরে উপরে তুলে ফ্লোরে আছাড় মারতে থাকে। অমানবিক নির্যাতনের স্বীকার সিহাব মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিক্ষকদের সহযোগীতায় শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী সিহাব শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের FSW ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে ।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম রাফি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার চেষ্টার অভিযোগের ভিত্তিতে অত্র মাদ্রাসা সহকারী শিক্ষক শামীম হোসেনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আহত শিক্ষার্থীর চাচা আমান উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে পাষান্ড শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।