ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৫ - ৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রামগড়ে ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, September 4, 2025 - 11:33 am

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় পৌর শহরে ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রামগড় পৌর শহরের কালিবাড়ি এলাকার আমজাদ মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

অভিযানে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তি রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে আটক হন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে চিকিৎসক দাবি করলেও প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অনুমোদনপ্রাপ্ত নন। ফলে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, জনস্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী দাবি করেছেন, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে প্রতারণা বন্ধ করা হোক।