কর্ণফুলী সরকারি কলেজে নতুন অধ্যায়ের সূচনা

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি।। রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজে উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ) ইমরান আলী স্বাক্ষরিত সরকারি পরিপত্রে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষক পরিষদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহম্মদ নাসিরউদ্দীন, অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, অধ্যাপক শ্যামলী দাশ, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক মিজারুল ইসলাম, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক সুদর্শন বড়ুয়া প্রমুখ উপস্থিত থেকে অভিনন্দন জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, কলেজ পরিবারের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমি কাজ করতে চাই। একটি আদর্শ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কর্ণফুলী সরকারি কলেজ অতীতের গৌরব ধরে রেখে এগিয়ে যাবে এটাই আমার অঙ্গীকার।
অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা ছিল কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিকতার এক অনন্য প্রকাশ।