ঢাকা | আগস্ট ৩০, ২০২৫ - ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

পর্যটনের ভেলায় টেকসই স্বপ্নযাত্রা

  • আপডেট: Friday, August 29, 2025 - 8:50 am

মো. মামুন হাসান।। ২০২৫ সালের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “পর্যটন এবং টেকসই রূপান্তর”। এ প্রতিপাদ্য নিছক কোনো আনুষ্ঠানিক স্লোগান নয় বরং এটি বিশ্বায়নের যুগে পর্যটন শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনা। কারণ পর্যটন খাত আজ আর কেবল বিনোদনের ক্ষেত্র নয় বরং অর্থনীতি, সংস্কৃতি, পরিবেশ এবং সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশ্ন হলো এই টেকসই রূপান্তর আমরা কিভাবে নিশ্চিত করব? এর উত্তর একটিই দক্ষ মানব সম্পদ।

বাংলাদেশে পর্যটনশিল্পের সম্ভাবনা অনন্ত। উপকূল, পার্বত্য অঞ্চল, অরণ্য কিংবা ঐতিহাসিক নিদর্শন সবই আছে। কিন্তু এগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করতে হলে প্রয়োজন প্রশিক্ষিত, দক্ষ এবং যুগোপযোগী মানব সম্পদ। এখানেই গুরুত্ব পায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষা। বর্তমানে দেশের পাঁচটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ বিভাগ চালু রয়েছে। শিক্ষার্থীরা এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটালিটি ম্যানেজমেন্ট, পর্যটন বিপণন, খাদ্য নিরাপত্তা, গ্রাহকসেবা এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনার উপর হাতে কলমে প্রশিক্ষণ পাচ্ছে। তাদের যোগ্যতা আজ দেশের হোটেল, রিসোর্ট ও ভ্রমণ সেক্টরে সুস্পষ্ট অবদান রাখছে।

এখানেই থেমে নেই উদ্যোগ। আরও পাঁচটি সরকারি পলিটেকনিকে এ বিভাগ চালুর প্রস্তাবনা রয়েছে। যদি এটি বাস্তবায়িত হয় তবে পর্যটন ও হসপিটালিটি খাতে দক্ষ মানব সম্পদ তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে শুধু পর্যটন শিল্পই নয় বরং জাতীয় অর্থনীতিও নতুন মাত্রা পাবে। কারণ এ খাত কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র যা দেশীয় শ্রমবাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও বাংলাদেশিদের জন্য অসংখ্য সুযোগ সৃষ্টি করতে পারে।

পর্যটন খাতের এই বিকাশ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ সবকিছুর সাথেই এই খাত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে কেবল একটি কারিগরি শিক্ষা কর্মসূচি হিসেবে দেখা যাবে না বরং এটি টেকসই উন্নয়ন অভিমুখী বাংলাদেশের জন্য এক অপরিহার্য অনুষঙ্গ।

অতএব বলা যায় ২০২৫ সালের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য আমাদের জন্য কেবল উদযাপনের উপলক্ষ নয় বরং আত্মসমালোচনার আহ্বান। আমাদের সামনে প্রশ্ন আমরা কি পর্যটন খাতকে সত্যিকারের টেকসই রূপান্তরের পথে এগিয়ে নিতে সক্ষম হব? উত্তর নির্ভর করছে আমরা কত দ্রুত দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারি তার ওপর। এখন সময় এসেছে সরকার, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং শিল্প উদ্যোক্তাদের সম্মিলিত প্রয়াসের। কারণ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে সেই মানব সম্পদের হাত ধরে যারা পর্যটন ও হসপিটালিটি খাতকে বিশ্বমানের উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবে।

লেখক: ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউ