ঢাকা | আগস্ট ২৮, ২০২৫ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন খন্দকার মোশাররফ

  • আপডেট: Tuesday, August 26, 2025 - 8:39 am

জাগো জনতা অনলাইন: লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় ড. মোশাররফ ও তার ছেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

দীর্ঘদিন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ বাসস’কে বলেন, ‘বহুদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। এ অনুভূতি অতুলনীয়।’

ড. খন্দকার মোশাররফ বলেন, সপ্তাহে এক/দুই দিন দলের বৈঠক ও কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভার্চুয়ালি দেয়া হয়, তার সঙ্গে কথা হয়। তারেক রহমানের সঙ্গে কিন্তু সামনা-সামনি দেখা হয়েছিল সেই ২০০৮ সালে। তখন আমাদের একই দিনে গ্রেফতার করা হয়েছিল, জেলে এক মাস আমরা একসঙ্গে ছিলাম। এরপর তো তিনি লন্ডন চলে গেলেন, বহুদিন আর দেখা হয়নি তার সঙ্গে।

তিনি বলেন, ‘অনেক বছর পর গতকাল যখন দেখা হলো, অনেক দিনের জমানো গল্প হলো, রাজনৈতিক আলোচনা হলো, মনটা ভীষণ হালকা লাগছে। আমি বাংলাদেশের কল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

তারেক রহমান দেশে ফিরবেন কবে, সে বিষয়ে কিছু বলেছেন কি-না— তা জানতে চাইলে ড. মোশাররফ বলেন, হ্যাঁ, তিনি বলেছেন খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। তবে দিন-তারিখ এখনো ঠিক করেননি।

চিকিৎসার শেষে আগামীকাল (বুধবার) রওয়ানা করে বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানান ড. মোশাররফ।