ঢাকা | আগস্ট ২৪, ২০২৫ - ৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারী আটক

  • আপডেট: Sunday, August 24, 2025 - 8:48 am
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কষ্টি পাথরের মূর্তিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১২।
আজ রোববার র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার দুইজন হলো-  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ জেলার মধ্যপাড়া গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০)।
র‌্যাব জানায়, উল্লাপাড়া থানার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে শনিবার (২৩ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তি ও পোগন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার ওজন ৩১.৫৪০ কেজি।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূর্তিটি বাংলাদেশ থেকে বিদেশে পাচারের পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।