ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ২:১০ অপরাহ্ন

শিরোনাম

কামারখন্দে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

  • আপডেট: Friday, August 22, 2025 - 2:46 pm
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার সরকারি হাজী করোপ আলী মেমোরিয়াল কলেজ কনফারেন্স রুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কামারখন্দ উপজেলা শাখার সভাপতি রাসেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ ও কামারখন্দ উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ ইউসুফ আলী প্রমুখ। সবশেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন। শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।