ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ২:১০ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে মারমা শিশুকে গণধর্ষনের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট: Thursday, August 21, 2025 - 11:43 am

মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান।। বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম‍্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ৫জন পাহাড়ী যুবক কর্তৃক দলবদ্ধভাবে গণধর্ষনের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িত ব‍্যক্তিদের সর্বোচ্ছ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত‍্য চট্রগ্রাম ছাত্র পরিষদ(পিসিসিপি)।

২১আগস্ট(বৃহস্পতিবার) বিকাল ৩ টায় পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে ও পিসিসিপি সেক্রেটারি হাবিব আল মাহমুদের সঞ্চালনায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আসামীদের গ্রেফতার করার জন‍্য ধন‍্যবাদ জানান এবং ধর্ষনকারীসহ ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ‍্য যে,গত ৮ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে নয়টায় ভিকটিম হোস্টেলের নিজ কক্ষে অবস্থানকালে গ্রেফতারকৃত আসামি ১। ক্যসাইওয়াং মার্মা ২। কান্নাওয়াং ৩। উহাই সিং মার্মা অপর পলাতক আসামি ৪। চহাই মং মার্মা সর্ব ঠিকানা-পাইন্দু হেডম্যান পাড়া, ২নং ওয়ার্ড, ১নং পাইন্দু ইউনিয়ন, থানা-রুমা, জেলা-বান্দরবানগন পরস্পর যোগসাজশে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে হোস্টেল থেকে বের করে পাইন্দু মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছনে সেগুন বাগানের ভিতর নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে ভিকটিমকে হত্যা করার ভয় দেখিয়ে রাত অনুমান ২ ঘটিকায় ছেড়ে দিলে ভিকটিম হোস্টেলে চলে যায় এবং ভয়ে ঘটনা গোপন রাখে।পরবর্তীতে ৯ আগস্ট দিবাগত রাত্ত আনুমানিক ১০ টার সময় ভিকটিম হোস্টেলে অবস্থানকালে অপর পলাতক আসামি ৫। ক্যওয়াংসাই মার্মা,ঠিকানা:একই, হোস্টেল কক্ষে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে হোস্টেলের অপর একটি কক্ষে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ভিকটিমকে প্রাণে হত্যার হুমকি দেয়।
পরবর্তীতে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩জন আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অপর ০২জন আসামীকেও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সমাবেশে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, পিসিএনপি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাও.আবুল কালাম আজাদ,জেলা সেক্রেটারি ও জেলা পরিষদ সদস‍্য মোঃ নাছির উদ্দিন,পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী,পিসিএনপি নেতা নুরুল আবছার,মোঃ কামাল হোসেন,মনির হোসেনসহ ছাত্র পরিষদ ও নাগরিক পরিষদের বিভিন্ন নেতাকর্মীগণ।