স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাবি ও টিকার সমঝোতা স্মারক স্বাক্ষর

জাগো জনতা অনলাইন।। বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর মধ্যে আজ বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং টিকা’র সমন্বয়ক মোহাম্মেদ আলী আরমাআন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার, গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য একটি অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন এবং রোগ নির্ণয় ও উন্নত থেরাপিউটিক পরিষেবার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপনে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং রোগী পরিবহনের জন্য টিকা একটি আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করবে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের জন্য টিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অত্যন্ত উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিন যাবৎ ঐতিহাসিক বন্ধৃত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সংস্কার কাজের মাধ্যমে দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।