আজ বুধবার মোংলা পৌর শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এদিন মোংলা পৌর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে স্বস্থানে শেষ হয়। পরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় সভাপতিত্ব করেন মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাব্বির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসাইনুর রহমান তাজ।
অনুষ্ঠানের সঞ্চালনায় করেন, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন পনি, জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ নাইমুল ইসলাম, মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন, মোংলা যুবদল নেতা মো. মহাসিন পাটোয়ারী, সোহাগ প্রমুখ।